banglanewspaper

ঢাবি প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয়র বাংলা বিভাগের উদ্যোগে আহমদ  শরীফ অধ্যাপক চেয়ার এর উপর এক সেমিনার আয়োজন করা হয়েছে।

আগামীকাল মঙ্গলবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের রমেশ চন্দ্র মজুমদার আর্টস মিলনায়তনে (আর সি মজুমদার) আহমদ শরীফ অধ্যাপক চেয়ার সেমিনার অনুষ্ঠিত হবে।

সেমিনারে “জসীমউদ্দীনের ‘জীবনকথা’ আর সৃষ্টি” শীর্ষক স্মারক বক্তৃতা প্রদান করবেন আহমদ শরীফ অধ্যাপক চেয়ার ড. সন্জীদা খাতুন। এতে সভাপতিত্ব করবেন বাংলা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. ভীষ্মদেব চৌধুরী।

 

ট্যাগ: banglanewspaper ঢাবি