banglanewspaper

ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ এর উদ্যোগে গত ১০, ১১ এবং ১৩ জুন তিন দিন ব্যাপী “Strategic Plan for World University of Bangladesh for 2015-2020” শীর্ষক সেমিনার বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। এতে, বিশ্ববিদ্যালয় বর্তমানে কোন অবস্থায় আছে, ভবিষ্যতে এ বিশ্ববিদ্যালয়কে কোথায় নিয়ে যেতে চাই এবং সে অবস্থানে কিভাবে পৌঁছানো যায় এ নিয়ে আলোচনা হয়। উক্ত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ এর মাননীয় উপাচার্য অধ্যাপক ড. আবদুল মান্নান চৌধুরী; বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. নূরুল ইসলাম; কোষাধ্যক্ষ, মোর্শেদা চৌধুরী এবং বোর্ড অব ট্রাস্টিজ এর সেক্রেটারী, ড. মুশফিক এম চৌধুরী । সেমিনারে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক, অধ্যাপক এ কে এম জিয়াউল ইসলাম। এছাড়াও সেমিনারে বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধানগণ এবং বিভিন্ন বিভাগের শিক্ষকগণ উপস্থিত থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়নে তাদের সুচিন্তিত মতামত প্রকাশ করেন।

ট্যাগ: