banglanewspaper

টাওয়েল ডান্স করতে গিয়ে যে এত বড় বিপদে পড়বেন, তা ভাবতেও পারেননি শ্রদ্ধা। কিন্তু সেই অপ্রস্তুত মুহূর্ত ধরা পড়ে ভিডিওতে।
ইনস্টাগ্রামে সেলেবদের নাচের ভিডিও নতুন কিছু নয়। ‘কুণ্ডলী ভাগ্য’ হিন্দি ধারাবাহিকের নায়িকা শ্রদ্ধা আর্য এমনই একটি ভিডিও আপলোড করে লজ্জার মুখে পড়লেন।

সম্প্রতি দুই বান্ধবীর সঙ্গে একটি ভিডিও আপলোড করেন শ্রদ্ধা আর্য।  ভিডিওতে তিন বান্ধবী টাওয়েল পরে নাচছিলেন। ‘পিয়া পিয়া’ গানটিতে নাচতে নাচতেই বিপত্তি ঘটে।

শ্রদ্ধাকে অন্য সময়ের মতোই টাওয়েলেও যে লাস্যময়ী লাগছিল, তা বলাই বাহুল্য। কিন্তু টাওয়েল ডান্স করতে গিয়ে যে এত বড় বিপদে পড়বেন, তা ভাবতেও পারেননি শ্রদ্ধা। কিন্তু সেই অপ্রস্তুত মুহূর্ত ধরা পড়ে ভিডিওতে।


এখানেই শেষ নয়। নাচের বহর এতই বেশি ছিল যে, আর এক বান্ধবীর হাতের ভঙ্গিমায় চোখের মধ্যে জোরে আঘাত পান ‘কুণ্ডলী ভাগ্য’-র নায়িকা। তখনই লজ্জ্বায় মুখ ঢাকেন তিনি। ব্যস, অগত্যা এখানেই ত্রয়ীকে ইতি টানতে হয় টাওয়েল ডান্সে।

তবে এই মজার ভিডিওটি নিজেই পোস্ট করেছেন শ্রদ্ধা। ক্যাপশনে লিখেছেন, ‘‘হা হা হা হা! যখন পরিকল্পনা অনুযায়ী কিছু হয় না... কারণ আমরা প্রথম থেকেই এলোমেলো ছিলাম।’’

ট্যাগ: banglanewspaper উদ্দাম নাচ শ্রদ্ধার