banglanewspaper

মোহাম্মদ রনি খাঁ, গণ বিশ্ববিদ্যালয় প্রতিনিধিঃ গণ বিশ্ববিদ্যালয়ের আন্তঃবিভাগীয় বাস্কেটবল (মেয়ে) প্রতিযোগিতা চ্যাম্পিয়ন হয়েছে ইংরেজী বিভাগ। বৃহস্পতিবার( ২২ মার্চ) গণ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে অনুষ্ঠিত বাস্কেটবল খেলায় ইংরেজী বিভাগের মেয়েরা ১০-০৪ স্কোর ব্যবধানে ফার্মেসী বিভাগের মেয়েদের পরাজিত করে।

খেলার শুরুর দিকে ফার্মেসী বিভাগ ৪-২ স্কোরে এগিয়ে থাকলেও সময় ব্যবধানে ইংরেজী বিভাগ এগিয়ে যেতে থাকে। খেলার শেষের দিকে ইংরেজী বিভাগের খেলোয়াড় আসমা নিজের দলকে এগিয়ে নিতে সমর্থ হন। খেলায় শুরু হয় নতুন উত্তেজনা। টানটান উত্তেজনা মুহুর্তে ইংরেজী বিভাগের অন্যান্য খেলোয়াড়রাও স্কোর করে স্কোর ব্যবধান ৪-১০ নিয়ে যান।

গণ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের সদস্য সাবিনা ইয়াসমিন জানান, “ বাস্কেটবল খেলায় উভয় দলই অনেক ভালো খেলা উপহার দিয়েছে। তবে খেলায় হার-জিত থাকবেই। হার- জিত মেনে নেওয়ার জন্য উভয় দলকে অনুরোধ করছি। আর যেহেতু আমরা একই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, তাই আমাদের মধ্যে কোন বিভাগ বিজয়ী, কোন বিভাগ পরাজিত এটা ভাবা উচিত নয়। উভয় দলকেই অভিনন্দন সুন্দর, সাবলীল খেলা উপহার দেওয়ার জন্যে।”

ট্যাগ: Banglanewspaper গণ বিশ্ববিদ্যাল