banglanewspaper

মনিরুল ইসলাম মনি: টানা ৩য় বারের মতো জাতীয় ম‌হিলা ক্রি‌কেট লী‌গের টি-২০ ম্যাচে ম্যান অব দ্যা ম্যাচের পুরস্কার পেয়ে এক অনন্য কীর্তি গড়লেন খোকসার কণ্যা মু‌র্শিদা খাতুন হ্যাপী।

আজ সকালে শুরু হওয়া ম্যাচে সিলেট ও খুলনার মধ্যে খেলা অনুষ্ঠিত হয়। এই খেলায় মুর্শিদার দল সিলেট বিভাগ খুলনার বিরুদ্ধে জয় লাভ করে। মুর্শিদা ব্যাট হাতে সিলেট বিভাগের ৩৯ রানে অপরাজিত থাকায় ম্যান অব দ্যা ম্যাচ হওয়ার গৌরব অর্জন করেন।

এ দিয়ে টানা তিনবার বাংলাদেশ জাতীয় মহিলা ক্রিকেট দলের নির্ভরযোগ্য অলরাউন্ডার মুর্শিদা খাতুন হ্যাপী তিন বার ম্যান অব দ্যা ম্যাচ হওয়ার গৌরব অর্জন করেন।

ট্যাগ: Banglanewspaper জাতীয় ম‌হিলা ক্রি‌কেট লী‌গ ম্যাচ‌সেরা খোকসা মু‌র্শিদা