banglanewspaper


মহম্মদ সামির সঙ্গে তাঁর নাম জড়িয়ে গিয়েছিল আগেই। এবার সেই ‘গুপ্তপ্রণয়ী’ নাগপুরের মঞ্জু মিশ্র সটান মেসেজ করে বসলেন হাসিন জাহানকে।

মঙ্গলবার ব্যাঙ্কে গিয়ে খালি হাতে ফিরতে হয়েছিল হাসিনকে। সামি-র দেওয়া চেক বাউন্স করায়, রাতে ক্ষোভ উগরে দিয়েছিলেন একপ্রস্থ ‘গোপন’ চ্যাট শেয়ার করে। সেখানে নাম উঠে এসেছিল আকাঙ্খার। তবে হাসিন জাহানকে এবার মেসেজ করলেন মঞ্জু। হাসিন আগেই দাবি করেছিলেন, মঞ্জু হাসিনের শয্যাসঙ্গিনী!

মঞ্জুর করা মেসেজ হাসিন ফের শেয়ার করে দেন বৃহস্পতিবার সকালে। মেসেঞ্জারের দুটো স্ক্রিনশট শেয়ার করেছেন হাসিন। দেখা যাচ্ছে, মঙ্গলবার দুপুর পৌনে তিনটে নাগাদ হাসিনকে টেক্সট করেন মঞ্জু।

কথোপকথন এরকম—
(মঞ্জু)
—হাই
—প্লিজ এরকম কিছু কোরো না
—আমি ভীষণ দুঃখিত
আমি সামির কিছু জানি না, ব্রিটেনের মহম্মদ ভাইয়ের বন্ধু আমি
—আমাকে কেন সমস্যার মধ্যে জড়াচ্ছ...

বুধবার রাত দেড়টায় রিপ্লাই পাঠান হাসিন...
—ভদ্রতা করে কথা বল, আপনি করে কথা বল আমার সঙ্গে...

বুধবার সকালে মঞ্জুর ফের মেসেজ...
—আমার নম্বর প্লিজ ডিলিট করে দাও
কিছু বলুন...

ট্যাগ: bdnewshour24 মহম্মদ সামি হাসিন জাহান