banglanewspaper

ক্রীড়া ডেস্ক: বল টেম্পারিংয়ের ঘটনায় পদত্যাগ করতে রাজি ছিলেন না স্টিভেন স্মিথ। কিন্তু চতুর্থ দিনে এসে নাটকীয় ঘটনার জন্ম দিলেন খোদ অস্ট্রেলিয়া অধিনায়ক। অধিনায়কত্ব থেকে সরে দাঁড়িয়েছেন চলমান টেস্ট থেকেই। একই সঙ্গে তার সহকারী হিসেবে দায়িত্বে থাকা ডেভিড ওয়ার্নারও সরে দাঁড়িয়েছেন।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চলমান টেস্টে টিম পেইনের অধীনে খেলবে পুরো দল। এ প্রসঙ্গে ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী জেমস সাদারল্যান্ড জানিয়েছেন, ‘স্টিভেন স্মিথ ও ডেভিড ওয়ার্নারের সঙ্গে কথা বলার পর তারা দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে। টিম পেইন নেতৃত্ব দেবেন এই দলকে।’

বল টেম্পারিংয়ের দায়ে কোনো টেস্ট অধিনায়ককে সরে যেতে বাধ্য করা এমনিতেই বড় ঘটনা। আর একটি টেস্ট চলার মাঝপথেই অধিনায়কের পদ ছেড়ে দেওয়া তো আরও বিরল। চলতি টেস্টের চতুর্থ দিন থেকে অস্ট্রেলিয়া দলকে নেতৃত্ব দিচ্ছেন টিম পাইন। টেস্টের শেষ দুই দিনের নেতৃত্ব থাকবে এই উইকেটরক্ষকের কাঁধে। সিরিজ শেষে সিএ ভবিষ্যৎ অধিনায়ক ঠিক করবে।

 

ট্যাগ: banglanewspaper স্মিথ ওয়ার্নার