banglanewspaper

শরীফ আনোয়ারুল হাসান (রবিন) : মাগুরায় নবাগত পুলিশ সুপার খান মুহাম্মদ রেজোয়ান  শনিবার (২৪ মার্চ) দুপুরে পুলিশ সুপার কার্যালয়ের  সম্মেলন কক্ষে জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রন্ক্সি মিডিয়ার সাংবাদিকদের সাথে মত বিনিময় করেন । 

সভায় জেলার আইন শৃঙ্খলা, নানা ধরণের অপরাধ কর্মকান্ড, মাদকসহ নানা সমস্যার কথা সাংবাদিকবৃন্দ নবাগত পুলিশ সুপারের কাছে তুলে ধরেন । এ সময় নবাগত পুলিশ সুপার খান মুহাম্মদ রেজোয়ান এ সকল সমস্যা সমাধানের জন্য সাংবাদিকদের আশ্বাত করে বলেন,জেলায় অপরাধ দমনে আমি জোর চেষ্টা চালিয়ে যাব।

এ সময় অন্যান্যের  মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মাগুরা সার্কেল   আহসান হাবীব , সহকারি পুলিশ সুপার সার্কেল (শালিখা ) আবীর সিদ্দিকী শুভ্র, মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামীম খান , সিনিয়র সাংবাদিক অধ্যাপক সাইদুর রহমান ,  এম এ হাকিম,সাংবাদিক  অলোক বোস, শফিকুল ইসলাম, রূপক আইচ , মোখলেছুর রহমান,আয়ুব হোসেন,শরীফ তেহরান টুটুল ,আরাফাত হোসেন , শেখ ইলিয়াস হোসেন মিঠুন ও রবিন শরীফ প্রমুখ। 

মতবিনিময় সভায়  জেলার কর্মরত ৪০ জন  প্রিন্ট ও ইলেকট্রন্ক্সি মিডিয়ার সাংবাদিকবৃন্দ  ও জেলা পুলিশের উর্ধতন কর্মকর্তারাও  উপস্থিত ছিলেন।

ট্যাগ: banglanewspaper মাগুরা সাংবাদিক