banglanewspaper

ডেস্ক রিপোর্ট: ভারতের ঘরোয়া লিগে খেলতে গেছেন বাংলাদেশের ফুটবলের দুই বড় তারকা সাবিনা খাতুন এবং কৃষ্ণা রানী সরকার। সাবিনা এর আগে দেশের বাইরে খেললেও কৃষ্ণার এই প্রথম। তবে প্রথমে সাবিনাই বাজিমাত করলেন। আজ বৃহস্পতিবার ভারতীয় উইমেন্স লিগের ম্যাচে সিথু এফসির হয়ে খেলতে নেমে দলকে জেতালেন সাবিনা।

গোকুলাম কেরালা এফসির বিপক্ষে সাবিনার দল জিতেছে ২-০ ব্যবধানে। তার মধ্যে সাবিনার গোল একটি। ১৭ মিনিটে তার গোলেই এগিয়ে যায় সিথু। সাবিনা কেবল নিজেই গোল করেননি, দলের অন্য গোলেও সহায়তা করেছেন। মালদ্বীপের ঘরোয়া লিগে খেলতে গিয়ে গোলবন্যা বইয়ে দিয়েছিলেন সাবিনা। যে কারণে সিথু এফসি তাঁকে দলে নিতে উঠেপড়ে লেগেছিল। প্রথম ম্যাচেই সাবিনা তার প্রতিদান দিলেন।

তবে কৃষ্ণা-সাবিনাদের এই যাত্রা শুরুতেই শেষ হতে যাচ্ছিল ভিসা জটিলতায়। ভারতীয় অ্যাম্বাসি অজানা কারণে দুজনের ভিসা আটকে দিয়েছিল। অবশেষে বহু চড়াই-উতরাই পেরিয়ে ভিসা পান তারা। প্রথম ম্যাচে বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নেমেছিলেন সাবিনা। আর কৃষ্ণা আজই প্রথম মাঠে নামলেন; তবে সাবিনার বদলি হিসেবে।

ট্যাগ: Banglanewspaper ভারত লিগ সাবিনা গোল