banglanewspaper

উইল স্মিথ। নামটাই যথেষ্ঠ। এই হলিউড তারকার জনপ্রিয়তা তো সারা বিশ্বজুড়ে। তার জন্য পাগল নারী ভক্তরা। তবে এবার ডেটে গিয়ে লজ্জার মুখে পড়তে হল এই তারকাকেই। যার সাথে ডেটিংয়ে গিয়েছিলেন, তাকে চুমু খেতে চেয়েছিলেন স্মিথ। তবে তার সেই প্রস্তাব নাকচ করে দেন ওই নারী।

সোফিয়াকে চুমু খেতে গিয়ে প্রত্যাখ্যাত হওয়া স্মিথের ওই মুহূর্তের  কেবল সোফিয়াই নন, প্রত্যাখ্যাত হওয়ার পরে স্মিথের মজাদার মুখভঙ্গি সকলেই পছন্দ হয়েছে। অন্যদিকে স্মিথের সঙ্গে কথা শেষে সোফিয়ার লাজুক হাসিও ছিল নজরকাড়ার মতো।

আবেগঘন কথাবার্তা বলেন সোফিয়ার সঙ্গে। তবে সোফিয়া তাতে তেমন সাড়া দিচ্ছিলেন না। একপর্যায়ে স্মিথ সোফিয়াকে চুমু খেতে যান। এবার সোফিয়া সাফ জানিয়ে দেন, তাঁরা কেবলই বন্ধু। আর এতে স্মিথ একেবারে বোকা বনে যান। অপ্রস্তুত ভাব কাটাতে কিছুক্ষণ অন্য প্রসঙ্গ নিয়ে আলাপ করেন। শেষ পর্যন্ত নিজেকে সান্ত্বনা দেন হয়তো এই অনুভূতিতে সাড়া দেওয়ার মতো অবস্থা এখনো সোফিয়ার নেই।

গত বৃহস্পতিবার নিজের ইউটিউব চ্যানেলে উইল স্মিথ সোফিয়ার সঙ্গে তাঁর ডেটের ভিডিও পোস্ট করেন।

ট্যাগ: banglanewspaper সোফিয়া চুমু