banglanewspaper

বাংলাদেশের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে থাকছেন না দক্ষিণ আফ্রিকার ওযানডে অধিনায়ক এবি ডি ভিলিয়ার্স। সন্তান সম্ভাবা স্ত্রীর পাশে থাকার জন্য সীমিত ওভারের ক্রিকেটে বর্তমান বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর এই ব্যাটসম্যানকে দেশে ফিরতে হচ্ছে।

ক্রিকেট দক্ষিণ আফ্রিকার ফেইসবুক পাতায় জানানো হয়েছে, টিম ম্যানেজমেন্ট পুরো সিরিজ থেকেই ডি ভিলিয়ার্সকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

এদিকে, ভিলিয়ার্স না থাকায় প্রোটিয়াদের ওয়ানডে দলের নেতৃত্ব দেবেন তার ডেপুটি ও টেস্ট অধিনায়ক হাশিম আমলা। অন্যদিকে, তার বদলী হিসেবে ওয়ানডে দলে জায়গা পেয়েছেন টোয়েন্টি২০ দলে অভিষেক হওয়া লেগ স্পিনার এডি লি।

উল্লেখ্য, আগামী শুক্রবার থেকে শুরু হচ্ছে দক্ষিণ আফ্রিকা ও স্বাগতিক বাংলাদেশের মধ্যকার ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ।

ট্যাগ: