banglanewspaper

আন্তর্জাতিক ডেস্ক: ইউটিউবের হেড অফিসে গোলাগুলির ঘটনা ঘটেছে। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান ব্রুনোতে এই ঘটনা ঘটে বলে জানিয়েছে স্থানীয় একটি গণমাধ্যম।

স্থানীয় গণমাধ্যম ক্রোন নিউজের বরাত দিয়ে বিবিসি জানায়, গোলাগুলির শব্দ শুনেই ৯১১ এ ফোন দেয় ইউটিউবের কর্মকর্তারা। এসময় ২০টি রাউন্ড গুলির আওয়াজ শোনা যায়। এই ঘটনায় সকলকে এই এলাকা থেকে দূরে থাকার আহ্বান জানিয়েছে স্থানীয় পুলিশ। জরুরী ভিত্তিকে এই জায়গাটি খালি করছে পুলিশ। ঘটনাস্থলে তাৎক্ষনিকভাবেই বেশকয়েকটি এ্যাম্বুলেন্স এবং জরুরী সেবার গাড়িবহর দেখা যায়।

ইউটিউবের এক কর্মকর্তা ভাদিম ল্যাভরাসিক একটি টুইট বার্তায় লেখেন, ইউটিউব হেডকোয়ার্টারে গোলাগুলি চলছে। আমি কিছু রাউন্ড গুলির শব্দ শুনেছি এবং অনেকজনকে দৌড়াতে দেখেছি। এখন আমি আমার সহকর্মীদের সঙ্গে একটি রুমে নিজেদের আটকে রেখেছি।

গুগল জানায়, বে এরিয়াতে ইউটিউবের এই প্রধান কার্যালয়ে প্রায় ১১০০ জন কর্মী কাজ করে।

ট্যাগ: Banglanewspaper ইউটিউব হেড অফিস গোলাগুলি