banglanewspaper

আন্তর্জাতিক ডেস্ক: নাইজেরিয়ায় রাখাল ও কৃষকদের মধ্যে সংঘর্ষ ঠেকাতে সেনা সদস্যসহ অন্তত ২৩জন নিহত হয়েছে।

জামফারা প্রদেশে এই সংঘর্ষে নিহতদের মধ্যে অন্তত ২জন সেনা সদস্য বলে জানিয়েছে সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগ্রেডিয়ার জেনারেল টেক্সাস চুকুয়ু। আনাদোলু এজেন্সি খবরে এমনটি বলা হয়।

বৃহস্পতিবার সেখানে রাখাল ও কৃষকদের মধ্যেকার একটি সহিংস সংঘর্ষ ঠেকাতে সেনাদের মোতায়েন করা হলে তাদের সদ্যসরা নিহত হয় বলে মন্তব্য করেছেন চুকুয়ু। তিনি আরো জানান, আগের সপ্তাহেই সেখানে কৃষক ও রাখালদের মধ্যে সংঘর্ষে অন্তত ৫৪জন নিহত ও আরো ৭১জন আহত হয়েছিল।

উল্লেখ্য, নাইজেরিয়ার দক্ষিণাঞ্চলের ‘ফুলা’ নামে পরিচিত ‘ফুলানি’ অভিবাসী জাতির সাথে স্থানীয় কৃষকদের মধ্যে সংঘর্ষের ঘটনাটি ঘটেছে।

স্থানীয় কৃষকরা ফুলাদের পালিত পশুগুলো চুরি করার চেষ্টাকালে সংঘর্ষটি বেধেছিল বলে জানিয়েছে ফুলাদের মুখপাত্র। জামফারা প্রদেশের প্রাণঘাতী সহিংসতার জন্য এ পর্যন্ত প্রায় ৭হাজার মানুষ এলাকাটি ছেড়ে নিরাপদ আশ্রয়ে চলে গেছে।

ট্যাগ: Banglanewspaper রাখাল ও কৃষক সংঘর্ষ