banglanewspaper

আন্তর্জাতিক ডেস্ক: গাজা সীমান্তে ইসরায়েলি বাহিনী ও বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষ চলাকালীন সময়ে ফিলিস্তিনি সাংবাদিক গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। শনিবার ইসরায়েলি স্নাইপারদের গুলিতে আহত হওয়ার হাসাপাতালে নেওয়া হলে তাকে মৃত ঘোষণা করা হয়।

নিহত ফিলিস্তিনি সাংবাদিক ইয়াসির মোর্তাজা ফিলিস্তিনি সংবাদ সংস্থা এইন নিউজ এজেন্সির ফটো ও ভিডিও গ্রাফার হিসেবে কর্মরত ছিলেন। এছাড়া শনিবার আরও একজন ফিলিস্তিনি বিক্ষোভকারী নিহত হয়েছেন। শুক্রবার গাজার সীমান্তে নতুন করে সংঘর্ষ শুরু হয়। এসময় ইসরায়েলি বাহিনীর গুলিতে অন্তত আরও সাত জন নিহত হয়েছে বলে মিডল ইস্ট মনিটর ও ইউন নিউজ এর খবরে বলা হয়।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, নতুন করে সংঘর্ষ শুরু হওয়ায় ইসরায়েলি বাহিনীর গুলিতে আহত প্রায় ৪০৮ ফিলিস্তিনিদের চিকিৎসা জন্য হাসপাতালে নেওয়া হয়েছে। এদিকে সংবাদ সংস্থা এএফপি শুক্রবার জানিয়েছে বিক্ষোভ চলাকালীন সময়ে কমপক্ষে ছয় জন সাংবাদিক গুলিবিদ্ধ ও আহত হয়েছেন।

ট্যাগ: Banglanewspaper ইসরায়েলি স্নাইপার সাংবাদিকের মৃত্যু