banglanewspaper

সিরিয়ায় সেনাবাহিনীর একটি বিমানঘাঁটিতে মিসাইল হামলায় বেশ কয়েকজন নিহত হয়েছেন। 

দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, সোমবার (৯ এপ্রিল) দিনের শুরুর দিকে হোমস শহরে টি-ফোর বিমানঘাঁটিতে ওই মিসাইল হামলা চালানো হয়।

সিরিয়ান টেলিভিশনের খবরে বলা হয়, সোমবার সকালে হোমস শহরের টি-ফোর বিমানঘাটির কাছে তাইফুর এয়ারপোর্টে বিস্ফোরণের বিকট শব্দ শোনা যায়। পরে বেশ কয়েকটি মিসাইল লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগেই আকাশেই ধ্বংস করে দিয়েছে সিরিয়ান এয়ার ডিফেন্স।

এ ঘটনায় হতাহতের সঠিক সংখ্যা এখনো জানা যায়নি। এমনকি কারা এই হামলা চালিয়েছে সে বিষয়টিও পরিষ্কার নয়।

ব্রিটিশ সংবাদমাধ্যম স্কাই নিউজ বলেছে, সন্দেহভাজন এক রাসায়নিক হামলায় বিদ্রোহী নিয়ন্ত্রিত ডৌমা শহরে ৭০ জন নিহত হওয়ার ঘটনায় সিরিয়াকে ‘চরম মূল্য দিতে’হবে বলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি উচ্চারণের পর এই হামলার খবর এলো।

তবে এই হামলায় নিজেদের সংশ্লিষ্টতা নেই বলে দাবি করেছে পেন্টাগন।

ট্যাগ: banglanewspaper সিরিয়া