banglanewspaper

ডেস্ক রিপোর্ট: জাপানে ৬ দশমিক ১ মাত্রার শক্তিশালী এক ভূমিকম্পে অনুভূত হয়েছে। সোমবার সকালে দেশটির পশ্চিমাঞ্চলে এই ভূমিকম্প আঘাত হেনেছে। এতে পাঁচজন আহত হয়েছেন বলে জানা গেছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, ভূমিকম্পে কিছু রাস্তায় ফাটল দেখা দিয়েছে। এ ছাড়া এতে পানি ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। 

এদিকে, জাপানের আবহাওয়া দপ্তর জানিয়েছে, সোমবার সকালে রাজধানী টোকিওর আটশ' কিলোমিটার পশ্চিমে ওহদা শহরে ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। এই ভূমিকম্পের গভীরতা ছিল ১২ কিলোমিটার।

দমকল ও দুর্যোগ ব্যবস্থাপনা দপ্তর জানায়, এই ভূমিকম্পে পাঁচজন আহত হয়েছেন। তবে তাদের আঘাত গুরুতর নয়। পার্শ্ববর্তী ইজুমো প্রদেশেও ভূকম্পন অনুভূত হয়। তবে সেখানে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

সূত্র: ওয়াশিংটন পোস্ট

ট্যাগ: Banglanewspaper মাত্রা ভূমিকম্প অনুভূত