banglanewspaper

শুভ নববর্ষ

ফয়সাল হাবিব সানি

করি তোমা বরণ, মম সম্ভাষণ-শুভ নববর্ষ
তুমি দাও ঘুচিয়ে সকল বিষাদ, আনো অমৃত-হর্ষ।

বসন্ত যেয়ে আসিলে তুমি, হারিলে মধুমাস
শুভ নববর্ষ, হে— বৈশাখ!  প্রাণের দীপ্তোল্লাসে
কৃষ্ণচূড়া ঝরে, তবুও মন দ্বারে তোমার নবাগমনে
হে বর্ষ মোর অন্তর জুড়ে তোমায় সম্ভাষণ।

ধনী-গরিব সবার হৃদয়ে লেগেছে নব দোলা
তোমার প্রেমে আজ সবাই আত্নভোলা,
উতলা-উতরোল, পিয়াসী এ মনে
তুমি দিলে অদ্ভুত ছন্দ সিক্ত বর্ষকাব্য।
 

ট্যাগ: Banglanewspaper শুভ নববর্ষ ফয়সাল হাবিব সানি