banglanewspaper

ফরহাদ খান, নড়াইল: নড়াইলে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে মঙ্গলবার (১৭ এপ্রিল) জেলা প্রশাসনের আয়োজনে শোভাযাত্রা, রচনা প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সকালে জেলা প্রশাসকের কার্যালয় থেকে শোভাযাত্রা শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ‘ঐতিহাসিক মুজিবনগর দিবস এবং বাংলাদেশের স্বাধীনতা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক এমদাদুল হক চৌধুরী, পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম, জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সোহরাব হোসেন বিশ্বাস, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক সিদ্দিকুর রহমান, এলজিইডির নির্বাহী প্রকৌশলী আবু ছায়েদ, অতিরিক্ত জেলা  প্রশাসক (সার্বিক) কামরুল আরিফ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কাজী মাহবুবুর রহমান, পরিবার পরিকল্পনা অধিদপ্তর নড়াইলের উপ-পরিচালক শামসুল আলম, জেলা আইনজীবী  সমিতির সভাপতি অ্যাডভোকেট গোলাম নবী, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট ফজলুর রহমান জিন্নাহ, নড়াইল প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট আলমগীর সিদ্দিকী, অ্যাডভোকেট সিদ্দিক আহম্মেদ, অ্যাডভোকেট অচিন চক্রবর্তী, অ্যাডভোকেট এসএ মতিন, অ্যাডভোকেট নজরুল ইসলাম, নারীনেত্রী আঞ্জুমান আরা, সালমা রহমান কবিতা প্রমুখ।

ট্যাগ: Banglanewspaper নড়াইল