banglanewspaper

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে এক ব্যবসায়ীকে পিটিয়ে টাকা ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। ১৭ এপ্রিল মঙ্গলবার সকালে উপজেলার গাজীপুর ইউনিয়নের ভুতুলিয়া বাজারে এ ঘটনা ঘটে।

এ ব্যাপারে ব্যবসায়ী হাবিবুর রহমান বাদী হয়ে শ্রীপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। জানা যায়, ভুতুলিয়া গ্রামের মৃত আজিত মিয়ার পুত্র মইনুল হক ও তার ছেলে জামান মিয়া হাবিবুরের বোন জামাতার মুদী দোকান থেকে বাকীতে মালামাল ক্রয় করতো। মঙ্গলবার সকালে হাবিবুর পাওনা টাকা চাওয়ায় তাকে এলোপাথারী পিটিয়ে গুরুতর আহত করে।

এসময় ব্যবসায়ীর কাছ থেকে ৩৮০০০/- টাকা ছিনিয়ে নেয় বলে তিনি অভিযোগ করেন। এ বিষয়ে অভিযুক্তদের সাথে মোবাইলে যোগাযোগ করলে তাদের কে পাওয়া যাইনি।
 

ট্যাগ: Banglanewspaper শ্রীপুর