banglanewspaper

খোকসা প্রতিনিধি: খোকসা প্রেসক্লাবের সহ-সভাপতি সাংবাদিক রঞ্জন ভৌমিকের বাবা রতন মোহন ভৌমিকের সুস্থতা কামনায় সবার দোয়া ও আর্শীবাদ চেয়েছে।

সাংবাদিক রঞ্জন ভৌমিকের বাবা রতন মোহন ভৌমিক (৬৫) একজন অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক। তিনি ২য় বার স্টোক করে গুরুতর অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। 

তিনি কুষ্টিয়ার সনো ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতালের ৫০১ নম্বর কেবিনে চিকিৎসাধীন। 

ট্যাগ: Banglanewspaper সাংবাদিক রঞ্জন ভৌমিক বাবা কামনা