banglanewspaper

নাটোর প্রতিনিধি: বাংলাদেশ আওয়ামীলীগের উপ-কমিটির সহ-সম্পাদক ও রাজশাহী বিশ^বিদ্যালয় ছাত্রলীগের সাবেক সভাপতি আহম্মদ আলী মোল্লা নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের মনোনয়নের দাবিতে মটরসাইকেল শোভাযাাত্রা করেছেন। শুক্রবার বেলা ১১টার দিকে গুরুদাসপুর উপজেলার ধারবারিষা উচ্চ বিদ্যালয় মাঠ থেকে শোভাযাত্রাটি বের হয় গুরুদাসপুর-বড়াইগ্রাম উপজেলার মেইন মেইন সড়ক প্রদক্ষিণ করে।

এতে সহস্রাধিক মটর সাইকেল নিয়ে গুরুদাসপুর ও বড়াইগ্রামের কয়েক হাজার নেতা-কর্মী অংশ নেয়। শোভাযাত্রাটি গুরুদাসপুরের নয়াবাজার, বনপাড়া-হাটিকুমরুল মহাসড়ক, কাছিকাটা হয়ে গুরুদাসপুর, নাজিরপুর, মৌখাড়া, আহম্মেদপুর, বনপাড়া, রাজাপুর, জুন্ইাল হয়ে ধারাবারিষা বিদ্যালয়ে এসে শেষ হয়।

ওই সময় কাছিকাটা মহাসড়কের বাসষ্ট্রান্ডে একটি পথসভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান মন্ত্রীর হাতে ‘বাংলাদেশ উন্নয়নশীল দেশে’র স্বীকৃতি পাওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানানো হয়। এসময় নেতা-কর্মীরা আহম্মদ আলী মোল্লাকে আগামী জাতীয় সাংসদ নির্বাচনে নাটোর-৪ আসনের মনোয়ন দেওয়ার দাবি জানান।
 

ট্যাগ: Banglanewspaper নাটোর আওয়ামী লীগ মটর সাইকেল শোভাযাত্রা