banglanewspaper

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের টুঙ্গিপাড়া সফর অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে। দ্বিতীয়বার রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর আজ বৃহস্পতিবার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে রাষ্ট্রপতির গোপালগঞ্জের টুঙ্গিপাড়া সফরের কথা ছিল।

রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদিন বাসসকে জানান, অনিবার্য কারণে রাষ্ট্রপতি আবদুল হামিদের টুঙ্গিপাড়া সফর স্থগিত করা হয়েছে। তিনি বলেন, রাষ্ট্রপতি শিগগিরই বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানাতে টুঙ্গিপাড়া সফর করবেন।

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ গত মঙ্গলবার দ্বিতীয়বার রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন। আজ দুপুর ১২টায় বঙ্গবন্ধুর সমাধিতে তাঁর শ্রদ্ধা নিবেদনের কথা ছিল।

ট্যাগ: banglanewspaper রাষ্ট্রপতি