banglanewspaper

কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধি: সাফল্যের ধারা অব্যাহত রেখে এবারও জিপিএ-৫ সহ শতভাগ পাস করেছে নন্দিত কথা সাহিত্যিক ড.হুমায়ুন আহমেদের নিজ গ্রাম কুতুবপুরে নিজ হাতে গড়া ‘শহীদ স্মৃতি বিদ্যাপীঠ’।

এ বছর ওই বিদ্যালয় থেকে ৬৫ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে সবাই পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ৯ জন শিক্ষার্থী। উপজেলার ৩১ টি উচ্চ বিদ্যালয় ও ১৭ টি মাদ্রাসার মধ্যে একমাত্র ‘শহীদ স্মৃতি বিদ্যাপীঠ’ই শতভাগ পাস করেছে। ১৯৯৬ সালে বিদ্যালয়টির বৃত্তিপ্রস্তর স্থাপন  করা হলেও পাঠদান কার্যক্রম শুরু হয় ২০০৭ সালে থেকে।

স্বীকৃতি না থাকায় প্রথম ২০১৩  সালে প্রথম ব্যাচের শিক্ষার্থীরা পাশ্ববর্তী নান্দাইল উপজেলার বাশঁহাটি উচ্চ বিদ্যালয় হতে এসএসসি পরীক্ষা অংশ নিয়ে শতভাগ পাস করে। ২০১৪ সালে আংশিক শিক্ষার্থী বিদ্যালয়ের নামে পরীক্ষা দেয়ার সুযোগ পায়। ওই বছরও শতভাগ পাস করেছিল। ২০১৫ সাল থেকে বিদ্যালয়টি  কেন্দুয়া উপজেলা পর্যায়ে প্রথম এবং জেলা পর্যায়ে দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করে আসছে। শতভাগ পাসের বিষয়টি উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন নিশ্চিত করেছেন।
 

ট্যাগ: banglanewspaper কেন্দুয়া হুমায়ুন আহমেদ স্কুল