banglanewspaper

গাজীপুর প্রতিনিধি: গাজীপুর জেলার ছাত্রলীগের সাবেক যুগ্ন আহবায়ক খন্দকার ফাহিম নারী কেলেঙ্কারীর গোপন ভিডিও নিয়ে তোলপাড় সৃষ্টি হয়েছে। সংগঠনিটির ভিতরে-বাইরে খন্দকার ফাহিমের এমন কেলেঙ্কারী নিয়ে নানামুখে চলছে নানা কথা।

খন্দকার ফাহিমের একটি অন্তরঙ্গ ভিডিও ফেইজবুকে আসলে সেখানে তাকে অন্তরঙ্গ অবস্থায় দেখা যায় যা এই নিয়ে গাজীপুর জেলা ছাত্রলীগের ভিতরে বেপক্ষ চাঞ্চল্যকর অবস্থার সৃষ্টি হয়েছে। তবে ভিডিও টিতে দেখা যায় মেয়েটির সাথে দস্তাদস্তি করছে খন্দকার ফাহিম।

স্থানীয় সূত্র থেকে জানা যায় খন্দকার ফাহিম দায়িত্ব বুঝে পাওয়ার পরই তিনি নানা কেলেঙ্কারীতে জড়িয়ে পড়েন। তার মধ্যে নারী কেলেঙ্কারী অন্যতম। বিগত সময়ে এইসব কারণেই তাকে কোন পদে রাখেনি গাজীপুর জেলা ছাত্রলীগ।

গাজীপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ জাহিদুল আলম রবিন জনান অভিযুক্ত খন্দকার ফাহিম বর্তমানে ছাত্রলীগের কোন পদে নেই, যদি সে অপকর্ম করে থাকে তবে তাহার ব্যাক্তিগত দায়বার বহন করতে হবে এ জন্য জেলা ছাত্রলীগ তার কোন দায়বার বহন করবে না।

এই বিষয়ে অভিযুক্ত ছাত্রলীগ নেতা খন্দকার ফাহিম এর সাথে একাধিকবার তার মুঠোফোনে যোগাযোগ করা হলেও তাকে পাওয়া যাইনি।

উল্লেখ্য এত কিছুর পরও এবার আগামী নতুন কমিটির সভাপতি পদে লড়ার ইঙ্গিত দিচ্ছিলেন ছাত্রলীগের এই নেতা খন্দকার ফাহিম।

ট্যাগ: banglanewspaper গাজীপুর ছাত্রলীগ নেতা ভিডিও ভাইরাল