banglanewspaper

শ্রীপুর, গাজীপুর: গাজীপুরের শ্রীপুর পৌর এলাকার কেওয়া গ্রামে কালবৈশাখী ঝড়ে ছিঁড়ে পড়া বৈদ্যুতিক তারে স্পৃষ্ট হয়ে নজরুল ইসলাম (৫৫) নামে একজন নিহত হয়েছেন।

বৃহস্পতিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। নিহত নজরুল ইসলাম মৃধা কেওয়া গ্রামে ছফির উদ্দিন মৃধার ছেলে।

নিহতের ভাতিজা কায়সার মৃধা খোকন জানান, বৃহস্পতিবার দুপুরে শ্রীপুরে কালবৈশাখী ঝড় হয়। এতে তার চাচা নজরুল ইসলাম মৃধার বিভিন্ন গাছপালা ভেঙে বিদ্যুতের তারের ওপর পড়ে। সন্ধ্যায় বাড়ির পাশে গাছের ডাল সরানোর সময় ঝড়ে ছিঁড়ে পড়া তারে স্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ট্যাগ: Banglanewspaper শ্রীপুর