banglanewspaper

জয়নুল হক, জবি প্রতিনিধিঃ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের এমবিএ (ইভেনিং) প্রোগ্রামের ৮ম ব্যাচের বিদায় সংবর্ধনা ও ১৪তম ব্যাচের নবীনবরণ  অনুষ্ঠান আজ ১২ মে, সোমবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান।

মার্কেটিং বিভাগের এমবিএ (ইভেনিং) প্রোগ্রামের ডিরেক্টর এবং বাংলাদেশ রেনেসাঁ ফাউন্ডেশনের প্রেসিডেন্ট মো. জহির উদ্দিন আরিফ-এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক মোঃ সেলিম ভূঁইয়া,বিশিষ্ট সমাজবিজ্ঞানী, শিক্ষাবিদ, সাহিত্যিক এবং এশিয়ান অ্যাফেয়ারস-এর সম্পাদক, সেন্টার ফর ডেভেলপমেন্ট রির্সাচ, বাংলাদেশ-এর চেয়ারম্যান ড. মিজানুর রহমান শেলী; হকস-বে অটোমেবাইল লিঃ-এর ম্যানেজিং ডিরেক্টর আব্দুল হক এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের চেয়ারম্যান ও বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনের চেয়ারম্যান অধ্যাপক ড. মোঃ হুমায়ূন কবীর চৌধুরী।

অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের বরণ এবং বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া করা হয়। এসময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মোঃ ওহিদুজ্জামান, বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ  উপস্থিত ছিলেন। 

উল্লেখ্য, অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের জন্য সম্মাননা অ্যাওয়ার্ড প্রদান করা হয়। এরমধ্যে নেতৃত্ব,  মার্কেটিং শিক্ষা ও শান্তিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমানকে;  শিক্ষা, সমাজ ও শান্তিতে বিশিষ্ট সমাজবিজ্ঞানী, শিক্ষাবিদ, সাহিত্যিক এবং এশিয়ান অ্যাফেয়ারস-এর সম্পাদক, সেন্টার ফর ডেভেলপমেন্ট রির্সাচ, বাংলাদেশ-এর চেয়ারম্যান ড. মিজানুর রহমান শেলীকে; বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ, শিক্ষা ও শান্তিতে এশিয়াটিক সোসাইটি অব বাংলাদেশ-এর প্রেসিডেন্ট অধ্যাপক মাফুজা খানমকে; শিক্ষা, ব্যাংকিং এবং শান্তিতে গ্লোবাল ইউনিভার্সিটি বাংলাদেশ ট্রাস্টি বোর্ড-এর চেয়ারম্যান সৈয়দা আরজুমান বানু নার্গিসকে; শিক্ষা, সামাজিক কল্যাণ ও শান্তিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সংকৃত বিভাগের সহযোগী অধ্যাপক ড. চিন্মুয় হাওলাদারকে এবং  ব্যবস্যা, সামাজিক কল্যাণ ও শিক্ষাতে ড. আব্দুল হককে অ্যাওয়ার্ড প্রদান করা হয়।

ট্যাগ: Banglanewspaper জবি