banglanewspaper

কুবি করেসপন্ডেন্ট : কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকটি বাসে পুলিশের সামনেই হামলা চালিয়েছে সন্ত্রাসীরা।

রবিবার বিকাল সাড়ে ৫ টার দিকে কুমিল্লা নগরীর পুলিশ লাইন এলাকায় এ হামলার ঘটনা ঘটে। এ সময় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকজন শিক্ষার্থীকে মারধর এবং শিক্ষক, শিক্ষার্থী, কর্মর্তা ও কর্মচারীবাহী একাধিক বাস ভাংচুর করে সন্ত্রাসীরা।

শেষ খবর পাওয়া পর্যন্ত এখনো  হামলা ও সংঘর্ষ চলছে। তবে হামলার কারণ সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায় নি। কিন্তু সকাল থেকে কোটা আন্দোলনকে ঘিরে কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সাথে মুখোমুখি অবস্থানে ছিল মহানগর শাখা ছাত্রলীগ।
 

ট্যাগ: banglanewspaper কুবি