banglanewspaper

রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) আন্তঃবিভাগ ব্যাডমিন্টন প্রতিযোগিতার চূড়ান্ত খেলা অনুষ্ঠিত হয়েছে। গত রোববার বিশ্ববিদ্যালয়ের জিমনেসিয়ামে এ খেলা অনুষ্ঠিত হয়।

খেলায় ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগকে ২-১ সেটে পরাজিত করে মৃৎশিল্প ও ভাস্কর্য বিভাগ চ্যাম্পিয়ন হয়।

শহিদ হবিবুর রহমান হলের সিনিয়র উপপরিচালক মোহাম্মদ আলীর সঞ্চালনায় পুরস্কার বিতরনি অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরন করেন উপাচার্য অধ্যাপক এম আবদুস সোবহান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপউপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহা।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান, বিভাগীয় সভাপতি ও হল প্রাধ্যক্ষ, আন্তঃবিভাগ গেমস সাবকমিটির সদস্য, শরীরচর্চা শিক্ষা বিভাগের পরিচালক ও সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে উপাচার্য আন্তঃবিভাগ দাবা, ক্যারম ও টেবিল টেনিস প্রতিযোগিতারও পুরস্কার প্রদান করা হয়। দাবা, ক্যারম ও টেবিল টেনিসে যথাক্রমে চিত্রকলা, প্রাচ্যকলা ও ছাপচিত্র বিভাগ, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ ও ফলিত গণিত বিভাগ চ্যাম্পিয়ন এবং রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, নৃবিজ্ঞান বিভাগ ও ইংরেজি বিভাগ রানার আপ হয়।

ট্যাগ: Banglanewspaper রাবি মৃৎশিল্প ভাস্কর্য