banglanewspaper

ফরহাদ খান, নড়াইল: বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিকলীগ নড়াইল জেলা শাখার নেতৃবৃন্দ জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট সোহরাব হোসেন বিশ্বাসের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন।

আজ বুধবার (১৬ মে) দুপুরে জেলা পরিষদ চেয়ারম্যানের কার্যালয়ে সড়ক পরিবহন শ্রমিকলীগের নেতারা শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগ নড়াইল জেলা শাখার সভাপতি আব্দুল হালিম জমাদ্দার, সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম সাকিলসহ সংগঠনের নেতৃবৃন্দ।

শ্রমিক নেতারা বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডের প্রশংসা করে বলেন, দেশের উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে আগামিতেও আওয়ামী লীগকে বিজয়ী করতে হবে।

ট্যাগ: Banglanewspaper নড়াইল