banglanewspaper

বিনোদন প্রতিবেদক: ২০০৫ সালে নির্বাচিত হয়েছিলেন লাক্স-চ্যানেল আই সুপারস্টার। তারপরেও তিনি কাজ বুঝে মিডিয়ায় কাজ করেছেন বেছে বেছে। তারউপর একাডেমিক পড়াশোনা নিয়েও ব্যস্ত সময় কেটেছে। এর মাঝেই বিয়ে করে সংসারজীবন শুরু করেন। তাঁর কোলজুড়ে সন্তান আসার পর সংসারের প্রয়োজনে তিনি মিডিয়া থেকে কিছু সময়ের জন্য বিরতি নেন।

শানারেই দেবী শানু বলেন, হুমায়ূন আহমেদ স্যারের ‘৯ নম্বর বিপদ সংকেতে’ আমার কাজ করার কথা ছিলো। কিন্তু পরে আর তা করা হয়নি। এরপর অনেক ছবির প্রস্তাব পেয়েছি। কিন্তু ‘মিস্টার বাংলাদেশ’ই হচ্ছে আমার প্রথম ছবি। এতে একজন গৃহবধূর চরিত্রে থাকছি।

এছাড়াও বেশকিছু নাটকে কাজ করছেন শানু। ঈদের নাটকের শুটিং এর জন্য সম্প্রতি কক্সবাজার গিয়েছিলেন। সমুদ্র সৈকতে শানু একটি ছবি পোস্ট করেছেন। যে ছবি তাকে করে তুলেছে মোহময়ী, আকর্ষণীয়া। ছবিতে বেশ ইতিবাচক মন্তব্যও করেছেন ভক্তরা। ছবির ক্যাপশনে শানু লিখেছেন, 'সমুদ্রের নোনা জলে মন ভিজিয়ে একটুখানি নোনা না হয় আমিও হলাম.....' ক্যামেরায় নোনা হয়ে যাওয়ার সৃজনী দৃশ্যধারক আতিক রহমান।

মিডিয়ায় পথচলা এক যুগেরও বেশি সময় ধরে, এইস অস্ময়টায় মঞ্চ ও টিভিতে অসংখ্য কাজ করেছেন। সম্প্রতি প্রথমবারের মতো চলচ্চিত্রের ক্যামেরায় অভিষিক্ত হয়েছেন তিনি।

অভিনয়ের পাশপাশি লেখালেখিও চালিয়ে যাচ্ছেন সাবেক এই লাক্স তারকা। অভিনয়ের পাশাপাশি লেখালেখিতেও মিলেছে স্বীকৃতি। স্বীকৃতিস্বরুপ পেয়েছে সিটি-আনন্দ আলো সাহিত্য পুরস্কার। প্রথম বইতেই একদম বাজিমাত।

ট্যাগ: banglanewspaper শানারেই দেবী শানু