banglanewspaper

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি: চুনারুঘাট সাংবাদিক ফোরামের উদ্যোগে চুনারুঘাটের কৃতি সন্তান জিআর ফাউন্ডেশন ইউ,কে’র চেয়ারম্যান ও বিশিষ্ট সমাজসেবক মোঃ গিয়াস উদ্দিন লন্ডনিকে ফোরামের আজীবন সদস্য পদ ও সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।

এ উপলক্ষে গত (১৫’ই মে) মঙ্গলবার সন্ধ্যায় সাংবাদিক ফোরামের অফিসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ফোরামের সভাপতি আব্দুর রাজ্জাক রাজু।

যুগ্ন সম্পাদক আজিজুল হক নাসিরের পরিচালনায় এতে বিশেষ অতিথি ছিলেন পূবালী ব্যাংক চুনারুঘাট শাখার ব্যবস্থাপক মোঃ নোমান মিয়া, চুনারুঘাট প্রেসক্লাব সহ সভাপতি মহিদ আহমেদ চৌধুরী, উপজেলা কৃষকলীগের সভাপতি শাহ জাহান চৌধুরী, উপজেলা ছাত্রলীগের যুগ্ন আহবায়ক সফিউল আলম সোহাগ, চুনারুঘাট ব্যবসায়ী নেতা সাজিদুল ইসলাম, ব্যবসায়ী আব্দুল জাহির, ছাত্রলীগ নেতা সমরাট, সিপিএস এর সাধারণ সম্পাদক মোছাফফা লিপু প্রমূখ। এতে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, চুনারুঘাট সাংবাদিক ফোরামের সিনিয়র সহ-সভাপতি নুর উদ্দিন সুমন,  সাধারণ সম্পাদক খন্দকার আলাউদ্দিন, সাংগঠনিক সম্পাদক রায়হান আহমেদ, দপ্তর সম্পাদক মোঃ রুবেল তালুকদার, নির্বাহী সদস্য মোঃ ওয়াহেদ আলী, সদস্য এম এস জিলানী আখনজী ও সাইফুর রহমান রাব্বী সহ উপজেলার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সভায় সমাজসেবায় অবদান রাখায় গিয়াস উদ্দিনকে ফোরামের পক্ষ থেকে বিশেষ সম্মাননা ও আজীবন সদস্য মনোনীত করা হয়।

ট্যাগ: Banglanewspaper সাংবাদিক ফোরাম