banglanewspaper

ইউনুছ ইব‌নে জয়নাল

..............................................................

সাঁ‌ঝের কা‌লে ঈষাণকো‌ণে উ‌দিত হল 
রামাদা‌নের নতুন চাঁদ- হেলাল, 
কান পে‌তে শোন, এখনও যেন ধ্ব‌নিত 
আজানে হাঁ‌কে ঐ প্রিয় বেলাল।

 

পুল‌কিত হৃদ‌য়ে দুঃখ না‌শি‌তে ক‌ম্পিত 
ক‌ণ্ঠে ক‌ণ্ঠে জা‌গে সা‌ম্যের জয়গান, 
অবা‌রিত শা‌ন্তির ধারা নি‌য়ে হা‌জির 
মোহনীয় মেহমান প‌বিত্র মা‌হে রামাদান। 

 

আবদ্ধ জাহান্নাম, উন্মুক্ত ক‌রে জান্নাত 
রহমত ঢা‌লি‌ছে ম‌নিব র‌হিম রহমান, 
শৃঙ্খ‌লিত বিতা‌ড়িত শয়তান, সম্প্রী‌তি বেগবান 
অতীব কদর শা‌নে প‌বিত্র মা‌হে রামাদান।

 

অসত্য অন্যায় জুলুম অকল্যাণ দ‌লিত ক‌রে 
অ‌র্জিত হোক চির কল্যাণ, হে মহান মহীয়ান, 
প‌ঙ্কিলতা হ‌তে মুক্ত পূণ্যস্নাত হবার শ্রেষ্ঠ সময় 
নসীব কর হে প্রভু প‌বিত্র মা‌হে রামাদান।

 

‌ভেদা‌ভেদ ভু‌লি, সেজদায় লু‌টি', প্রার্থনা যা‌চি 
‌বিশ্ব মুস‌লিম হোক ঈমা‌নের ব‌লে বলবান, 
‌সিয়াম সাধনায় আত্মশু‌দ্ধি‌তে তাক্বওয়া অর্জ‌নে 
সাফল্যম‌ন্ডিত হোক পবিত্র মা‌হে রামাদান।

 

অভূ‌ক্তের ক্ষুধার জ্বালা অনুধাবন করা, বান্দার 
উপর আল্লাহর এক মহা নে'মত, মে‌হেরবান, 
তাওফীক্ব দাও প্রভু তোমার সা‌ন্নিধ্য ল‌ভি‌তে 
পে‌য়ে‌ছি যখন ধরায় প‌বিত্র মা‌হে রামাদান।

ট্যাগ: Banglanewspaper মা‌হে রামাদান