banglanewspaper

বিয়ের হাওয়া বইছে দেশ জুড়ে। বিরাট-অনুষ্কা থেকে শুরু করে সোনম-আনন্দ বা বাংলার রাজ-শুভশ্রী— একের পরে এক যুগল সাতপাকে বাঁধা পড়ছে। এরই মধ্যে বাগদান পর্ব সেরে ফেলেছেন অম্বানীর তিন ছেলেমেয়ে। এবার বি-টাউনে জল্পনা শুরু শ্রদ্ধা কাপূরের বিয়ে নিয়ে। 

সম্প্রতি খোদ শক্তি কপূর মেয়ের বিয়ে নিয়ে মুখ খুলেছেন। মেয়ের কাজ নিয়ে তিনি কতটা খুশি, তা প্রথমে এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের কাছে জানান শক্তি কাপূর। এর পর মেয়ের বিয়ে নিয়ে তিনি জানান, প্রত্যেক বাবাই চান কোনও সম্ভ্রান্ত পরিবারে তাঁর মেয়ের বিয়ে হোক। কিন্তু আজকের দিনে, ছেলেমেয়েরা যাতে নিজের পছন্দ মতো সঙ্গী বেছে নিতে পারে, মা-বাবার সেটা দেখা উচিত।

মেয়ের জন্য কেমন পাত্র চান, এই ব্যাপারে শক্তি কাপূর জানান, ছেলেমেয়েরা মা-বাবার নির্বাচন করা সঙ্গীকে বিয়ে করবে, সেই দিন আর নেই। এখন মা-বাবার উচিত প্রথমেই ছেলেমেয়েদের পছন্দটা জেনে নেওয়া। এই মুহূর্তে শ্রদ্ধা কেরিয়ার নিয়ে ব্যস্ত। কিন্তু শ্রদ্ধা একবার নিজের পছন্দের মানুষকে বিয়ে করার ইচ্ছে প্রকাশ করলেই বাবা হিসেবে তিনি পাশে থাকবেন। 

টিনসেল টাউনে যতই শ্রদ্ধা কাপরের বিয়ে নিয়ে জল্পনা হোক, তিনি নিজে কখনওই জানাননি তাঁর মনে কে রয়েছেন। 

ট্যাগ: banglanewspaper শ্রদ্ধার বিয়ে শক্তি কাপূর