banglanewspaper

কক্সবাজার প্রতিনিধিঃ কক্সবাজারের মহেশখালীতে অস্ত্র ও গুলিসহ শাহ আলম নামের এক যুবক আটক করেছে পুলিশ। সে মহেশখালী উপজেলার বড় মহেশখালী ইউপির আমতলী মগরিয়াকাটা এলাকার মৃত মোঃ শরীফের ছেলে।

বৃহস্পতিবার  সকাল সাড়ে ৯টার সময় মহেশখালী থানার এস আই ঈমাম,এএসআই শাহজাহান সঙ্গীয় ফোর্সসহ টহলে ছিলেন। এ সময় উপজেলার কুতুবজোমের তাজিয়াকাটা এলাকার ব্রিজের উপর অবস্থান করছিল অস্ত্রধারী যুবক শাহ আলম।

পুলিশের সন্দেহ হলে, তার দেহ তল্লাশী করা হয়। তল্লাশী কালে আটককৃত যুবকের কুমরে প্যাচানো থাকা দেশীয় তৈরী একটি বন্দুক ও ২ রাউন্ড তাজাকার্তুজ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়।

এ ব্যাপারে মহেশখালী থানা ওসি প্রদীপ কুমার দাশ জানান, অস্ত্র ও গুলি সহ আটককৃত শাহ আলমের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করা হবে বলে জানান তিনি।

ট্যাগ: Banglanewspaper ব্যাঙ্গালোর