banglanewspaper

কোন অজানা এক বন্দি দশা থেকে নিজের চেষ্টায় পালিয়ে এসেছিল বানরটি। ঢুকে পরেছিল রাজধানীর মোহাম্মদপুরের একজনের বাসায় । তাঁরা মারেনি তাকে, বরং আদর করে ফল খেতে দিয়েছিল । তারপর খবর দেয় পিপল ফর অ্যানিমেল ওয়েল ফেয়ার ফাউন্ডেশনকে। এই সংগঠনের সেচ্চাসেবীরা সেই পরিবারটির নিকট থেকে বানরটিকে তাদের অফিসে নিয়ে যায়। তারা বানরটির নাম রেখেছে মন্টু।

পিপল ফর অ্যানিমেল ওয়েল ফেয়ার ফাউন্ডেশন থেকে সিদ্ধান্ত নেয়া হয় মন্টুকে ভাওয়াল জাতীয় উদ্যানে অবমুক্ত করে দেয়ার। ১৮ মে  শুক্রবার ভাওয়াল জাতীয় উদ্যানে রেখে আসা হয় মন্টুকে। গলা থেকে চেইনটা খুলে রাখা হয়। এখন পুরোপুরি মুক্ত সে।

মুক্ত হওয়ার আগে পর্যন্ত সংগঠনটি মন্টুর দেখাশুনা করেছে।

ট্যাগ: banglanewspaper বানর