banglanewspaper

ফরহাদ খান, নড়াইল : নড়াইলের নড়াগাতি থানার কলাবাড়িয়া এলাকায় মুক্তিযোদ্ধা প্রয়াত আবুল কালাম আজাদের নামফলক ভেঙ্গে ফেলার অভিযোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (১৯ মে) বেলা ১১টার দিকে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

মানববন্ধনে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা আকরাম মোল্যা, কলাবাড়িয়া ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি আব্দুস সবুর ফকির, কলাবাড়িয়া ইউনিয়ন পরিষদের মেম্বার হেকমত আলী, কলাবাড়িয়া গ্রামের দুলিনা বেগম দুলি, বিউটি সুলতানা প্রমুখ। 

বক্তারা বলেন, গত বৃহস্পতিবার (১৭ মে) গভীর রাতে কালিয়া-নড়াগাতি সড়কের কলাবাড়িয়া কবরস্থান মোড়ে মুক্তিযোদ্ধা প্রয়াত আবুল কালাম আজাদের নামে নির্মিত গেটের নামফলক ভেঙ্গে ফেলে প্রতিপক্ষের লোকজন। এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন তারা। এদিকে নড়াগাতি থানার ওসি বেলায়েত হোসেন জানান, এ ঘটনায় জসিম শেখ নামে একজনকে আটক করা হয়েছে। তবে শনিবার বিকেল পর্যন্ত মামলা হয়নি। 

জানা যায়, মুক্তিযুদ্ধকালীন কালিয়া উপজেলা কমান্ডার জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি অ্যাডভোকেট আবুল কালাম আজাদের গ্রামের বাড়ি কলাবাড়িয়া কবরস্থান মোড়ে তার নামসহ একটি গেট নির্মাণ করা হয়। আবুল কালাম আজাদের ছেলে কলাবাড়িয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহমুদুল হাসান কায়েসের উদ্যোগে গেটটি নির্মাণ করা হয়। মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ প্রায় দুই বছর আগে মৃত্যুবরণ করেন।

ট্যাগ: banglanewspaper নড়াইল