banglanewspaper

সড়ক দুর্ঘটনায় বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) এর কার্যালয় ব্যবস্থাপক উত্তম কুমার দেবনাথের মুত্যূতে বাপা পরিবার গভীর শোক জানাচ্ছে।

সোমবার ১১টার দিকে তিনি অফিসের উদ্দেশ্যে বাসা থেকে বের হয়ে হেমায়েতপুর বাস স্ট্যান্ডে আসেন। রাস্তা পাড় হওয়ার সময় একটি দ্রুত গতির ট্রাক তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। তাকে উদ্ধার করে স্থানীয় জামাল ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিসক তাকে মৃত ঘোষণা করেন। 

নিহত উত্তম কুমার দেবনাথ মানিকগঞ্জের সিংগাইর থানার জয়মন্ডব এলাকার কৃষ্ণ কুমার দেবনাথের ছেলে।  মৃত্যূকালে তার বয়স হয়েছিল ৪৫ বছর। তার ৬ এবং ৪ বছরের দুটি ছেলে সন্তান রয়েছে। উত্তম কুমার দেবনাথ বাড়ি মানিকগঞ্জ সিংগাইর। তিনি মানিকগঞ্জ শহরে ভাড়া বাসায় পরিবার নিয়ে থাকতেন। 

২০০০ সালে তিনি বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) এর সঙ্গে যুক্ত হোন। সেই থেকে তিনি কার্যালয় পরিচালনার ক্ষেত্রে একজন ব্যবস্থাপক হিসেবে কাজ করছিলেন। একজন বিনয়ী, মিষ্টভাষী, সদা হাস্যোজ্জল, সৎ মানুষটি তার আচরণ দিয়ে বাপা’র সঙ্গে সংশ্লিষ্ট সংগঠন এবং সাংবাদিকদের মন জয় করেছিলেন। বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) উত্তম কুমার দেবণাথের অকাল মৃত্যূতে গভীর শোক এবং তার আত্মার শান্তি কামনা করছে। 

ট্যাগ: banglanewspaper বাপা