banglanewspaper

জয়নুল হক, জবি প্রতিনিধিঃ আগামী ২৫-২৬ মে এক সরকারি সফরে ভারত যাচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসফরে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে ২৪-২৬মে ভারতে অবস্থান করবেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্য ড. মীজানুর রহমান।

বিশ্বভারতী শান্তি নিকেতনের ‘বাংলাদেশ ভবন’-এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর সফরসঙ্গীগণ ভারতে যাচ্ছেন।

এছাড়াও আসানসোলে অবস্থিত কাজী নজরুল বিশ্ববিদ্যালয়-এর বিশেষ সমাবর্তনে বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সম্মানসূচক ‘ডিলিট ডিগ্রী’ প্রদান করা হবে।

এছাড়াও প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে এই সফরে আরো থাকবেন বাগেরহাট-১ আসনের সাংসদ শেখ হেলাল উদ্দিন, ইমেরিটাস অধ্যাপক ড. আনিসুজ্জামান, ইমেরিটাস অধ্যাপক ড. রফিকুল ইসলাম, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মান্নান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আখতারুজ্জামান, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুন-অর-রশীদ, বাংলাদেশ জাতীয় জাদুঘর বোর্ড অব ট্রাস্টিজ-এর সভাপতি শিল্পী হাশেম খান, বাংলাদেশ জাতীয় জাদুঘর বোর্ড অব ট্রাস্টিজ-এর সদস্য অধ্যাপক ড. সৈয়দ মনজুরুল ইসলাম প্রমুখ।

ট্যাগ: প্রধানমন্ত্রী