banglanewspaper

নব চাঁদ হেলাল, নতুন মেহমান 
উপ‌স্থিত ধরায়, ধায় খ‌ু‌শির বান ,
‌পে‌য়ে তা‌রে সৃ‌ষ্টিকুল সর‌বে মশগুল 
সুভা‌সিত বাগ, উল্লা‌সিত প্রাণ।

জা‌তি, বর্ণ, গো‌ষ্ঠি ব্যবধান 
ভু‌লে মি‌শে একাকার ,
হা‌তে হাত কাঁধে কাঁধ রে‌খে 
খেলা চ‌লে সম্প্রী‌তি বাঁ‌ধিবার।

বিত্তবান নির্ধনে তিক্ততা মু‌ছে 
পরস্পর কা‌ছে আ‌সে অ‌ধিকার স্ম‌রে, 
‌লেনদেন‌ শোধ‌নে মমতা পু‌ষে 
মু‌ক্তির প্রার্থনা যা‌চে করুণার স্ব‌রে।

‌ত্যা‌গের ম‌হিমা আ‌নে সু‌খের অনুভূ‌তি 
জান্নাতী আ‌বে‌শে ফু‌টে ম‌নের আকূ‌তি, 
গাফুরুর র‌হিম রহমা‌নের চর‌ণে লু‌টি 
‌সিয়াম সাধনায় মমিন সালা‌তে জু‌টি।

‌বিশ্ব মুস‌লিম জা‌গে কা‌লেমা, ই‌স্তেগফার পা‌ঠে 
ভিখা‌রি সে‌জে চায় জান্নাত, জাহান্নাম হ‌তে মু‌ক্তি, 
বরক‌তের এ মা‌সে দাও হে প্রভ‌ু ক্ষমা ক‌রে দাও 
‌সেজদায় প‌ড়ে জানায় তোমার প্র‌তি হাজা‌রো ভ‌ক্তি। 

ট্যাগ: banglanewspaper মু‌ক্তি