banglanewspaper

শ্রীপুর প্রতিনিধি: গাজীপুরে শ্রীপুরে পুলিশের উপ পরিদর্শক (এসআই)-এর ঘুষ বানিজ্যের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হলে ব্যাপক আলোচনা ঝড় উঠে। এতে লিখা হয়-“শ্রীপুর মডেল থানায় এভাবেই উন্মুক্ত ভাবে চলে ঘুষের বানিজ্য।

যাকে খুশি গ্রেফতার করছে, আবার টাকার বিনিময়ে ছেড়েও দিচ্ছে। তবে ৯৫ ভাগই আওয়ামী লীগের নেতা কর্মী, নিজেদের মধ্যে হানাহানির কারণে এ সুবিধা নিচ্ছে শ্রীপুর থানার পুলিশ”।

ভাইরাল হওয়া ছবিতে দেখা যায় এসআই মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম এক ব্যক্তিকে গ্রেফতার করে একটি কক্ষে নিয়ে টাকা আদায় করছে। ২৪ মে দুপুরে তানভীর ইউ আহম্মেদ ও হাফিজুর রহমান নামক দুইটি ফেসবুক আইডি থেকে এই দৃশ্যটি ভাইরালের ঘটনা ঘটে। 

এ বিষয়ে শ্রীপুর থানার এসআই মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম জানান, ভাইরালকৃত ছবিটি একজন ব্যক্তির শালিসে আপোষ হওয়া মুহুর্তে তোলা। ঐ ব্যক্তি অন্য এক ব্যক্তির মাধ্যমে টাকা লেনাদেনা করেছিল। পাওনা টাকা নিয়ে অভিযোগের ভিত্তিতে পাওনাদারকে তার টাকা বুঝিয়ে দেওয়ার মুহুর্তে কোন ব্যক্তি হয়ত ছবিটি তুলে আমাকে হেয় করার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে বিকৃতি করে ভাইরাল করে দেয়। 

ট্যাগ: Banglanewspaper শ্রীপুর