banglanewspaper

যবিপ্রবি প্রতিনিধি: গ্রীষ্মকালীন অবকাশ ও পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে এক মাসের ছুটিতে থাকবে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি)।

আজ বৃহস্পতিবার থেকে আগামী মাসের ২২ জুন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে ছুটি থাকবে। তবে দাপ্তরিক প্রয়োজনে ২ জুন থেকে ৬ জুন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের অফিসসমূহ খোলা থাকলেও কোনো ক্লাস ও পরীক্ষা অনুষ্ঠিত হবে না। 

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী আহসান হাবীবের সই করা এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। এর আগে গত ২১ জুন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেনের সভাপতিত্বে এক সভায় ছুটি সংক্রান্ত এসব সিদ্ধান্ত নেওয়া হয়। সেখানে বিশ্ববিদ্যালয়ের সব অনুষদের ডিন, বিভাগের চেয়ারম্যান, দপ্তর প্রধানগণ উপস্থিত ছিলেন। 

বিশ্ববিদ্যালয় এক মাস ছুটি থাকায় শহীদ মসিয়ূর রহমান হল ও শেখ হাসিনা ছাত্রী হল আজ বৃহস্পতিবার দুপুর ১২টার মধ্যে খালি করে দেওয়া হয়। আগামী ২২ জুন সকাল ১০টায় হল দুটি খুলবে। ২৩ জুন থেকে ক্লাস ও পরীক্ষাসমূহ যথানিয়মে অনুষ্ঠিত হবে। 

ট্যাগ: Banglanewspaper ছুটি যবিপ্রবি