banglanewspaper

তোমাকে দেখতে আমার অদ্ভুত লাগে

 যদি বলো কেন?

 এর উত্তর আমার জানা নেই।

সত্যি বলছি এর উত্তর আমার জানা নেই।

 

তোমাকে দেখলে শিহরণ জাগে,

আমার হৃদয় ভাগে।

 

তুমি,আসলেই অপরুপ সৃষ্টি!

তোমার দিকে তাকালে

ফিরাতে পারিনা দৃষ্টি।

 

শুধু তোমাকে দেখলে,

ভুলে যাই সবকিছু।

শুধু তোমাকে দেখলে,

মন নিতে চায় তোমার পিছু।।।

ট্যাগ: banglanewspaper অদ্ভুত