banglanewspaper

কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি: লোকসাহিত্যে (বাউল গান) বিশেষ অবদান রাখায় নেত্রকোনার কেন্দুয়া উপজেলার সাহিত্য সংস্কৃতিবিষয়ক সংগঠন চর্চা সাহিত্য আড্ডা প্রবর্তিত ‘চর্চা সাহিত্য আড্ডা পুরস্কার’ ২০১৮ পেলেন লোকসাহিত্য গবেষক বাউল কবি ইসলাম উদ্দিন।

বুধবার দুপুরে সংগঠনটির ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ পুরস্কারের বিষয়টি ঘোষণা করা হয়। সংবাদ সম্মেলনে সংগঠনটির উপদেষ্টা কথাশিল্পী হাবিব আল আজাদের সভাপতিত্বে পুরস্কার ঘোষণা করেন সমন্বয়কারী রহমান জীবন।

এ সময় অনুভূতি ব্যক্ত করে বক্তব্য রাখেন, পুরস্কারের জন্য মনোনীত বাউল ইসলাম উদ্দিন এবং চর্চা সাহিত্য আড্ডার উপদেষ্টা কবি ও গীতিকার মির্জা রফিকুল হাসান। উপস্থিত গণমাধ্যমকর্মীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন সংগঠনটির সমন্বয়কারী ছড়াকার রহমান জীবন। 
 

ট্যাগ: banglanewspaper বাউল ইসলাম উদ্দিন