banglanewspaper

রাজধানীতে তিনদিন ধরে প্রচণ্ড তাপপ্রবাহ ভালোভাবেই টের পাচ্ছিলেন নগরবাসী। বাতাসে আর্দ্রতা বেশি থাকায় তাপমাত্রা বেশ ছিল বলে জানায় আবহাওয়া অফিস। 

আজ বৃহস্পতিবার অন্যান্য দিনের মতোই কোমল আলো ফুটেছিল। শুরু হয়েছিল স্বাভাবিক দিন। হঠাৎ বদলে গেল আকাশ। শনশন বাতাসের পাগলা নাচনে আকাশ ভেঙে নেমে আসে বৃষ্টি। নিমেষে রাজধানী পথঘাট হয়ে যায় একাকার। 

বৃহস্পতিবার সকালে আবহাওয়াবিদ শাহিনুল ইসলাম জানায়, সকাল ৭টা থেকে সোয়া ৮টা পর্যন্ত ৮১ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। আজ সারা দিন ঢাকার আকাশ মেঘলা থাকতে পারে। সারাদিন হঠাৎ হঠাৎ বৃষ্টি হতে পারে। শুধু রাজধানী নয়, দেশের বেশির ভাগ এলাকায় কমবেশি বৃষ্টিপাত হবে। বৃষ্টিপাত আরও দু-একদিন অব্যাহত থাকবে। পশ্চিমা লঘুচাপের কারণে এ বৃষ্টিপাত হয়েছে।

শাহিনুল ইসলাম বলেন, মাঝখানে তিন দিনের বৃষ্টি ছন্দ পতনের অন্যতম কারণ সাগরে নিম্নচাপ। নিম্নচাপের কারণেই গত কয়েকদিন গরম বেড়ে যায়। এমনি দেশের কোথায় কোথায় তাপমাত্রা ৩৮ ডিগ্রীতে উঠে যায়। 

এদিকে বৃষ্টির কারণে আজ সকালে রাজধানীর বিভিন্ন সড়কে প্রচণ্ড যানজট সৃষ্টি হয়। হঠাৎ ঝড়বৃষ্টিতে বিপাকে পড়েন রাজধানীর মানুষ। ছাতা নিয়ে বের না হওয়ায় অনেকে ভিজে যান। সড়কে পানি জমে যাওয়ায় সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েন কর্মজীবীরা। এই সুযোগে সিএনজিচালিত অটোরিকশা ও রিকশাওয়ালারা বাড়িয়ে দেন ভাড়া। 

ট্যাগ: bdnewshour24 বৃষ্টি