banglanewspaper

মো. নাসির উদ্দিন (শেরপুর): শেরপুর জেলার নকলা উপজেলায় ৩১ মে বৃহসম্পতিবার সকাল ১০ টায় শেরপুর জেলা তথ্য অফিস কর্তৃক আয়োজিত তথ্য মন্ত্রণালয়ের বাস্তবায়নাধীন শিশু ও নারী উন্নয়নে সচেতনামূলক যোগাযোগ কার্যক্রম (৫ম পর্যায়) শীর্ষক প্রকল্পের জিওবি খাতের অধীন নেতৃস্থানীয় ব্যক্তিবর্গের ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়।

উক্ত ওরিয়েন্টেশন কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার রাজীব কুমার সরকার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এডভোকেট মাহবুবুল আলম সোহাগ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মোস্তাফিজুর রহমান, সাধারণ সস্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোঃ হাফিজুর রহমান লিটন, উপজেলা ভাইস চেয়ারম্যান সারোয়ার আলম তালুকদার, মহিলা বিষয়ক কর্মকর্তা আরমানা হক, কৃষক লীগ আহবায়ক আলমগীর আজাদ, উপজেলার বিভিন্ন কর্মকতা-কর্মচারীবৃন্দ, ইউপি চেয়ারম্যানবৃন্দ, শিক্ষক, ইউনিয়ন মহিলা বিষয়ক সদস্য, সাংবাদিকবৃন্দ প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনে ছিলেন জেলা তথ্য অফিসার তাছলিমা জান্নাত।

ট্যাগ: Banglanewspaper শেরপুর