banglanewspaper

টাঙ্গাইল: টাঙ্গাইলের কালিহাতীতে পৃথক দুটি ঘটনায় ট্রেনে কাটা পড়ে দুই যুবক নিহত হয়েছেন। শুক্রবার ভোরে উপজেলার সরাতৈল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

ওসি জানান, চিলাহাটি থেকে ছেড়ে আসা নীলফামারী এক্সপ্রেস ট্রেনটি ঢাকার দিকে যাচ্ছিল। শুক্রবার ভোরে ট্রেনটি উপজেলার সরাতৈল এলাকায় পৌঁছলে পৃথক দুটি স্থানে ওই দুই যুবক ট্রেনটির নিচে কাটা পড়ে নিহত হন।

নিহত দুইজনের মধ্যে একজনের পরিচয় জানা গেছে। তিনি মির্জাপুর উপজেলার সুমন মিয়া (২৮)। দুর্ঘটনার পর সুমনের মরদেহ বাড়ি নিয়ে গেছেন স্বজনরা।

এছাড়া ২৬ বছর বয়সী অপর অজ্ঞাত ব্যক্তির মরদেহ রেললাইনের পাশেই রয়েছে। রেলওয়ে পুলিশকে খবর দেয়া হয়েছে। তারা এসে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন বলে ওসি জানান।

ট্যাগ: Banglanewspaper ট্রেন যুবক