banglanewspaper

নুরকাদের সরকার ইমরান, নীলফামারী প্রতিনিধি: মাদকবিরোধী অভিযানে নীলফামারী জেলায় ২৩ জনকে আটক করেছে আইন শৃঙ্খলা বাহিনী। এর মধ্যে ডোমারে ১৩জন, জলঢাকায় ২জন এবং সৈয়দপুর উপজেলায় ৭জন রয়েছেন। 

শুক্রবার সন্ধ্যা থেকে শনিবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী ও মাদকাসক্তদের আটক করা হয়। দুপুরে আটককৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।  

নীলফামারী পুলিশ সুপার মুহাম্মদ আশরাফ হোসেন জানান, চলমান মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে নীলফামারীতে ‘ব্লক রেইড’ পরিচালিত হচ্ছে। কোন অবস্থাতেই ছাড় পাবেন না মাদক ব্যবসায়ী, মাদক সেবী কিংবা এর সাথে জড়িতরা।

ট্যাগ: banglanewspaper নীলফামারী