banglanewspaper

প্রত্যেক দিন প্রকাশিত হচ্ছে

খবরের পাতায় কত শত লেখকের

কত শত লেখা,

প্রত্যেক মাসে প্রকাশিত হচ্ছে,

ম্যাগাজিনের পাতায় কত শত লেখকের

কত শত লেখা।

 

প্রত্যেক দিন প্রকাশিত হচ্ছে

বইয়ের পাতায় কত শত লেখকের

কত সহস্র লেখা,

প্রত্যেক অমর একুশের বই মেলায়

প্রকাশিত হচ্ছে কত সহস্র লেখকের

কত সহস্র বই।

কত শত লেখক পাচ্ছে

কত শত পুরষ্কার।

 

আমি কি পারবো,

এই লেখকদের ভিড়ে

বিশ্বের মাঝে একজন লেখক

হিসাবে নিজেকে পরিচয় করাতে।

 

ভয় হয়,মাঝে মাঝে মনে সংকোচ জাগে

তবুও মনে করেছি দৃঢ় প্রতিজ্ঞা

লেখে যাবো আমার লেখা নির্ভয় চিত্তে।

ট্যাগ: banglanewspaper শাফিউল কায়েস