banglanewspaper

মোহাম্মদ রনি খা, গণ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : গণ বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিওরেন্স সেলের অধীনে ‘লাইব্রেরি সার্ভিস এন্ড ডিজিটাল ডাটাবেইজ ম্যানেজমেন্ট’ এর উপর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৬ জুন) আইকিউএসি’র সভাকক্ষে এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক ডা. লায়লা পারভীন বানু এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেজিস্ট্রার মোঃ দেলোয়ার হোসেন।  

কর্মশালায় রির্সোস পার্সন হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন সায়েন্স এন্ড লাইব্রেরি ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাপক ড. এস এম জাবেদ আহমেদ। তিনি আধুনিক লাইব্রেরি সার্ভিস ও ডিজিটাল ডাটাবেইজ ম্যানেজমেন্ট এর বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেন।

বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডীন, প্রধান  ও উপ লাইব্রেরিয়ানসহ প্রশাসনিক কর্মকর্তরা এতে অংশ নেন। কর্মশালায় সভাপতিত্ব করেন গণ বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিওরেন্স সেলের পরিচালক অধ্যাপক ড. মোঃ মোস্তাফিজার রহমান।

ট্যাগ: banglanewspaper গণ বিশ্ববিদ্যালয়