banglanewspaper

নিউজিল্যান্ড ক্রিকেটের প্রধান কোচের পদ থেকে সরে দাঁড়ালেন মাইক হেসন।

আজ বৃহস্পতিবার এক ঘোষণার মাধ্যমে তিনি এই সিদ্ধান্ত নেন। স্ত্রী ও সন্তানদের সময় দিতে হেসন কঠোর আন্তর্জাতিক ক্রিকেট সূচি থেকে দূরে সরে গেলেন।

চলতি বছরের জুলাইতেই অবশ্য হেসনের প্রধান কোচ হিসেবে মেয়াদ শেষ হতো। কিউই ক্রিকেটের প্রধান নিব্যাহী ডেভিড হোয়াইট জানান, হেসনকে ২০১৯ সালের বিশ্বকাপ পর্যন্ত থাকতে বলা হয়েছিল। তবে তিনি সিদ্ধান্তে অটল ছিলেন।

হেসনের ৬ বছরের সময়ে আন্তর্জাতিক ক্রিকেটে দারুণ সাফল্য পেয়েছে নিউজিল্যান্ড। ২০১৫ ঘরের মাঠের বিশ্বকাপে ইতিহাসে প্রথমবারের মতো ফাইনাল খেলেছে কিউইরা। এছাড়া ১১টি টেস্ট সিরিজের মধ্যে ৮টিতেই জিতেছিল কেন উইলিয়ামসনরা।

ট্যাগ: banglanewspaper পদত্যাগ